কবির কবিতা
- আব্দুল ওহাব
কবির কবিতা সুবাস ছড়াক্
হয়ে কুসুমের কলি,
সকলের তরে সুবাস ছড়িয়ে
বিবেক জাগিয়ে ঢলি।
মসীকে বানিয়ে ক্ষুর তরবারি
বলি দিক অনাচার,
ভ্রূণের কতল নারী নির্যাতন
রুখে দিক্ অবিচার।
ক্ষুধার জ্বালায় এতিম গরিব
দরিদ্রের পারিবার,
কবির কলমে জায়গা লুটাক্
দুখীদের কারবার।
কবির লেখাতে আঁচড় কাটুক
বিবেককে দিক্ খুলে,
হানাহানি আর হিংসা-বিদ্বেষ
মানবেরা যাক্ ভুলে।
বিধবা নারীর আর্তচিৎকার
কবিতায় যেন ফোটে,
বৃদ্ধ বয়সে পিতামাতা সব
আঘাত না পাক্ চোটে।
বিনাশ ঘটুক বিবাদ লড়াই
হিংসা ঘৃণার ধরা,
শান্তি আসুক মানবের দোরে
কেটে যাক্ সব জরা।
ছোটোবড়ো জাত সব অপবাদ
ঘুচাক লেখাতে কবি,
কবিদের লেখা মানব কল্যাণে
উঠিয়ে আসুক সবি।
১৪-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।